
বাগেরহাট সদর উপজেলার কুচিবগা নামক খাল থেকে আব্দুর রাজ্জাক শে খ (৪২) নামের এক ঘের কর্মচারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (২০ সেপ্টে ম্বর) সকাল ১০টায় বিষ্ণুপুর ইউনি য়নের কুচিবগা খাল থেকে স্থানী য়রা এই মরদেহ উদ্ধার করেন। এর আগে সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে বা ড়ি থেকে খাওয়া দাওয়া করে পাহারা র জন্য ঘেরে এসেছিলেন তিনি।
ধা রণা করা হচ্ছে রাতের কোন এক সময় কেউ তাকে মেরে খালে ফেলে দিয়েছে।
আব্দুর রাজ্জাক শেখ(৪২) বিষ্ণু
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত
বাগেরহাট প্রতিনিধি 



















