
দিনাজপুরের ফুলবাড়ীতে হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. মাহমুদ আলম লিটন। এছাড়াও বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আশ্রাফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, মো. মানিক রতন, ফুলবাড়ী উপজেলা শাখা পূজা উদযাপন পরিষদের আহব্বায়ক অধ্যাপক চিত্ত রঞ্জন দাস, যুগ্ম আহবায়ক আনন্দ কুমার গুপ্ত, সদস্য সচিব ধীমান চন্দ্র সাহা, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ মো. ওয়াহিদুল ইসলাম ডিফেন্স প্রমুখ।
এ সময় বিজিবি, পুলিশ, আনছার সদস্য, ফায়ার সার্ভিস কর্মি এবং বিভিন্ন মন্দির ও দুর্গাপূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
গভায় দুর্গাপূজা মÐপের সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা লাগানোসহ সকলের সহযোগিতা কামনা করা হয়। এ বছর উপজেলার পৌর এলাকাসহ সাতটি ইউনিয়নে ৫৯টি মÐপে দুর্গাপূর্জা অনুষ্ঠিত হচ্ছে।
বার্তা/এন
আনন্দ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 



















