
বরগুনার তালতলীতে জাতীয় পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় পার্টি আয়োজনে উপজেলা পরিষদ সংলগ্ন কারিতাস ভবনের সম্মেলন কক্ষে শুক্রবার এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোঃ আল আমিনের সঞ্চালনায় প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি এইচ এম খলিলুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরগুনা জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ মোস্তফা জামান লিটন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরগুনা জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মাইনুল হাসান রাসেল ও মোঃ জসিম উদ্দিন, বরগুনা পৌর জাতীয় পার্টির সভাপতি মোঃ মনিরুল ইসলাম, বরগুনা সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ রুহুল আমিন, বরগুনা পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মিলন শিকদার, বরগুনা জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তুহিন, জেলা যুব সংহতির সভাপতি হানিফ হোসেন বাবু, হাফেজ আব্দুস সালাম, কাজী মহিবুল্লাহ ও মিঃ উচান মং এরশাদ প্রমুখ। সভায় জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠনের কমিটি ঘোষণা করা হয়েছে।
মিজানুর রহমান,তালতলী (বরগুনা) প্রতিনিধি 







































