
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে ১ লাখ ৭০ হাজার মার্কিন ডলারসহ ভারত ফেরত দুইজন বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা দফতরের কর্মকর্তারা।
আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ভারত ফেরত এই দুইজন পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়।
আটককৃতরা হলো, মুন্সিগঞ্জ জেলার কমলাঘাট এলাকার সাগর হোসেন (৪০) (যার পাসপোর্ট নং-এ-০২৯৯০৭৪৮) ও একই জেলার পাঁচগাঁও গ্রামের জসিম ঢালি (৪২) (যার পাসপোর্ট নং-এ-০২৯০৮২৪৮)।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জানান, ভারত ফেরত দুইজন বাংলাদেশি পাসপোর্ট যাত্রী বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্র পার হয়ে গ্রীন চ্যানেল অতিক্রম করলে তাদের গতিরোধ করা হয়। পরে তারা চ্যালেঞ্জ করলে তাদের ব্যাগেজ তল্লাশি করে ১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার জব্দ করা হয়।
যার পরিমান বাংলাদেশি ১ কোটি ৮০ লাখ টাকা।
জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বার্তা/এন
মাহবুব আলম, স্টাফ রিপোর্টার 






































