শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইবিতে ‘ওবিই কারিকুলাম বিষয়ক কর্মশালা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা’ অনুষদের জন্য আউটকাম বেসড্ এডুকেশন (ওবিই) কারিকুলাম প্রিপারেশন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সেমিনার কক্ষে কর্মশালাটির আয়োজন করে আইকিউএসি।

আইকিউএসি’র পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মহব্বত হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া।  কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. নিজাম উদ্দীন।বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।

এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, উচ্চশিক্ষাক্ষেত্রে পাঠদানের জন্য ওবিই কারিকুলামের বিকল্প নেই।

উপ-উপাচার্য অধ্যাপক ড.মাহবুবুর রহমান বলেন, সবগুলো বিভাগকেই ওবিই কারিকুলাম প্রস্তুত করতে হবে। নইলে ছাত্র-ছাত্রীরা পিছিয়ে পড়বে।

উপাচার্য বলেন, বিজ্ঞান ও ব্যবসায় অনুষদের জন্য ওবিই নির্ধারণ যতটা সহজ, মানববিদ্যা বিষয়ক অনুষদসমূহের জন্য ততটা কঠিন। কঠিনকে জয় করাই অপেক্ষাকৃত বড় বিজয়। প্রতিভা তৈরি করার জন্য শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বিশ্বসভ্যতায় যাতে শিক্ষার্থীরা যাতে অবদান রাখতে পারে সেভাবে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। বিজ্ঞান ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ের মাধ্যমেই যোগ্যতাসম্পন্ন ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে।

বার্তা /এন

জনপ্রিয়

নির্বাচনের প্রথম প্রত্যয় হবে সন্ত্রাস-চাঁদাবাজ-দুর্নীতি ও মাদকমুক্ত বাগেরহাট গড়া: ব্যারিস্টার জাকির হোসেন

ইবিতে ‘ওবিই কারিকুলাম বিষয়ক কর্মশালা

প্রকাশের সময় : ০৫:৪৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা’ অনুষদের জন্য আউটকাম বেসড্ এডুকেশন (ওবিই) কারিকুলাম প্রিপারেশন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সেমিনার কক্ষে কর্মশালাটির আয়োজন করে আইকিউএসি।

আইকিউএসি’র পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মহব্বত হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া।  কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. নিজাম উদ্দীন।বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।

এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, উচ্চশিক্ষাক্ষেত্রে পাঠদানের জন্য ওবিই কারিকুলামের বিকল্প নেই।

উপ-উপাচার্য অধ্যাপক ড.মাহবুবুর রহমান বলেন, সবগুলো বিভাগকেই ওবিই কারিকুলাম প্রস্তুত করতে হবে। নইলে ছাত্র-ছাত্রীরা পিছিয়ে পড়বে।

উপাচার্য বলেন, বিজ্ঞান ও ব্যবসায় অনুষদের জন্য ওবিই নির্ধারণ যতটা সহজ, মানববিদ্যা বিষয়ক অনুষদসমূহের জন্য ততটা কঠিন। কঠিনকে জয় করাই অপেক্ষাকৃত বড় বিজয়। প্রতিভা তৈরি করার জন্য শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বিশ্বসভ্যতায় যাতে শিক্ষার্থীরা যাতে অবদান রাখতে পারে সেভাবে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। বিজ্ঞান ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ের মাধ্যমেই যোগ্যতাসম্পন্ন ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে।

বার্তা /এন