
মোংলায় বিদ্যুৎ স্পর্শে রাজন(৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে।রবিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে টার দিকে চাঁদপাই ইউপির ১নং ওয়ার্ডের উত্তর চাঁদপাই এর মোড়ে এ ঘটনা ঘটে।
মোংলা থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়,নিহত যুবকের বাড়ি রামপাল উপজেলার ভোজপাতিয়া গ্রাম ও তার পিতার নাম লোকমান শেখ। নিহত রাজন চাঁদপাই ইউপির ২ নং ওয়ার্ডের দক্ষিণ চাঁদপাই গ্রামে তার শশুর বাড়িতে থাকতেন।স্থানীয় ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ উকিল উদ্দিন ইজারাদার বলেন,নিহত রাজন ইজিবাইক নিয়ে চাঁদপাই এর মোড় ঘুরতে গেলে সিগনাল পতাকা লাগানো একটি খুটির সাথে ইজিবাইকটি ধাক্কা খেলে খুটিটি বৈদ্যুতিক তারের সংগে সংযোগ হয়ে যায়।সেদিক খেয়াল না করে এক হাত দিয়ে পতাকার খুটি ও অন্য হাত দিয়ে ইজিবাইক সরাতে গেলে বিদ্যুৎ স্পর্শ হয় রাজন।পরে স্থানীয়রা মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
বার্তা/এন
মারুফ বাবু,মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 







































