
রাজবাড়ীর পাংশা থানা পুলিশের বিশেষ অভিযানে ৪টি ককটেল, ১টি স্টেইনগান, ১টি ধারালো ছোড়া ও ১টি রামদাসহ চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ সদস্যরা।
গতকাল (২৫ সেপ্টেম্বর) রবিবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের মাঠপাড়া এলাকা থেকে অবিস্ফোরিত ককটেল ও দেশীয় অস্ত্রসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, সোহরাব মন্ডলের ছেলে রুবেল হোসেন (২২), সিরাজুল মন্ডলের ছেলে রাজিব মন্ডল (২০), ফজলুল শেখের ছেলে খোকন শেখ (২২) ও মৃত আকবর মন্ডলের ছেলে সিরাজুল ইসলাম (৪৫) তাদের সবার বাড়ি পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রামে।
এব্যাপারে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করার জন্য রুবেল তার বাড়িতে লোকজন নিয়ে অবস্থান করছে। এমন সংবাদে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ৪ সন্ত্রাসীকে ককটেল ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা মামলা দিয়ে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বার্তা/এন
রাজবাড়ী প্রতিনিধি 







































