
যশোরে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী জনি ওরফে কালা জনি (৪১) কে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানার পুলিশ সদস্যরা। তার বিরুদ্ধে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির ১০টি মামলা রয়েছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়।
যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার জানান, গোপন খবরে জানতে পারি- তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জনি ওরফে কালা জনি মন্ডলগাতি-খোলাডাঙ্গা গ্রামে অবস্থান করছে। এমন খবরে সেখাানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার তথ্য মতে, মন্ডলগাতি-খোলাডাঙ্গা কাঁচা রাস্তা পাশে খেঁজুর গাছের নিচে ঝোপের মধ্য থেকে ১ টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ডিবির ওসি আরও জানান, কালা জনির বিরুদ্ধে ইতোপূর্বে মাদকও চাঁদাবাজিসহ ১০টি মামলা বিচারাধীন।তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।
বার্তা/এন
যশোর প্রতিনিধি 







































