
রাজবাড়ী জেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলেদের জালে ১৩ কেজি ওজনের বিশাল আকারের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। মাছটি ২ হাজার ১৫০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ৯৫০ টাকায় বিক্রি হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে দৌলতদিয়া ৩ নং ফেরী ঘাটের অদূরে উত্তর পার্শের চর এলাকায় মোহাম্মদ নামে এক জেলের বড় ফাসন জালে মাছটি ধরা পরে।
মাছটি লঞ্চ ঘাট এলাকায় নিয়ে আসলে বিশাল আকারের বোয়াল মাছটিকে এক নজর দেখতে অনেকেই ভীড় করেন।
দৌলতদিয়া শাকিল সোহান মৎস আড়ৎতের মাছ ব্যবসায়ী মোঃ শাজাহান জানান, ১৩ কেজি ওজনের বোয়াল মাছটি প্রতি কেজি ২ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ৩০০ টাকায় ক্রয় করেছি। পরে মাছটি বিভিন্ন জায়গায় মোবাইল ফোনে যোগাযোগ করে ফরিদপুর জেলায় এক ব্যবসায়ীর কাছে ২৭ হাজার ৯৫০ টাকায় বিক্রি করেছি।রাজবাড়ী জেলার পদ্মা নদীতে মাঝে মধ্যেই জেলেদের জালে বড় বড় রুই,কাতল,মৃগেল,বোয়াল,পাঙ্গাস, চিতল,বাগাড় সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পরে।
বার্তা/এন
রাজবাড়ী প্রতিনিধি 







































