
ময়মনসিংহের নান্দাইল উপজেলার এক বাসিন্দা, ঢাকার পোশাক কারখানার কর্মী ইস্রাফিলকে ২০২০ সালের ৩ মার্চ পিটিয়ে হত্যা করে তাঁর প্রতিপক্ষরা।
এ ঘটনায় নিহতের বড়ভাই মো. ইব্রাহীম স্থানীয় থানায় ১৭ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি প্রত্যাহারের জন্য বাদীকে ভয়ভীতি প্রদর্শন ও সাক্ষীদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত ইস্রাফিলের অনার্স পড়ুয়া মেয়ে মোছা. মাহবুবা আক্তার (২৭ সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুরে তাঁর গ্রামের বাড়ি উপজেলার রায়পাশা গ্রামে এক সংবাদ সম্মেলন আয়োজন করে, তাঁর পিতার হত্যাকারীদের কঠোর বিচার দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে মাহবুবা আক্তার সাংবাদিকদের কাছে প্রশ্ন তুলে বলেন, তাঁরা বাবা হত্যার মামলার চার্জশিটভুক্ত আসামি হওয়া সত্ত্বেও দুজন মো. জাকির হোসেন (২৩) ও মো. সেলিম ওরফে মুন্না (২১) কীভাবে বিদেশে পাড়ি দিয়েছে।
হত্যা মামলায় অভিযুক্ত হওয়ার পর তাঁদের পক্ষে তো দেশ ত্যাগ করা সম্ভব নয়। মাহবুবা আরও বলেন, দুজন আসামি বিদেশ পাড়ি দিতে পারায় অন্য আসামিদের মনে সাহস সঞ্চার হয়েছে।
এই সাহস পেয়ে আসামি ও তাঁদের স্বজনরা মামলার বাদী তাঁর চাচা ইব্রাহীমকে ও সাক্ষীদের হুমকি দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
বাদী ইব্রাহিম মিয়া বলেন, বাদী হওয়ার পর থেকে তিনি ভয়ে রাতে বাড়ি থেকে বের হন না। সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী মোছা. ফিরোজা বেগম বলেন, স্বামীকে হত্যার পর তিনি মেয়েকে নিয়ে একা হয়ে পড়েছেন।
প্রতিপক্ষের হুমকির মুখে আতঙ্কিত অবস্থায় থাকেন। সংবাদ সম্মেলনে নিহতের আরও ১০-১২ জন আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। মোবাইল ফোনে যোগাযোগ করে অভিযোগ সম্পর্কে জানাতে চাইলে আবদুল হামিদ বলেন, তাঁদের পক্ষ থেকে কাউকে হুমকি দেওয়া হয়নি।
নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, তাঁর থানা থেকে হত্যা মামলায় অভিযুক্ত আসামির বিদেশ গমনের ক্লিয়ারেন্স দেওয়ার প্রশ্ন উঠে না।
বার্তা/এন
স্টাফ রিপোর্টার, তৌহিদুল ইসলাম সরকার 




































