
সারা বিশ্বের ন্যায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর ) বিকালে উপজেলা প্রশাসনে আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বি, উপজেলা আইটি বিভাগের সহকারী প্রোগ্রামার খায়রুল বাশার রাজু ,বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) ফয়সাল ইসলাম, উপজেলা প্রকৌশলী সামছুল হক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ সরকারী উলফাতুন নেছা গার্লস স্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমানসহ স্থানীয় সাংবাদিক ও উপজেলার কর্মকর্তাবৃন্দ।
একই সাথে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জৈৗষ্ঠ কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জস্মদিন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে কেক কাটা হয়।
বার্তা/এন
আল মোজাহিদ বাবু বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 







































