
দেশের দূরদর্শী, বলিষ্ঠ নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬তম ভূমিষ্ঠ দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এক বণার্ঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনঃরায় বিদ্যালয়ের মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
শেখ হাসিনা’র জন্মদিনে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজিত এ আনন্দ শোভাযাত্রায় ঢাক-ঢোলের ব্যান্ড পার্টিসহ শেখ মুজিবুর রহমান আর শেখ হাসিনার ছবি সংবলিত ফেস্টুন হাতে অংশগ্রহণ করে সংগঠনটির বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি জেলা শহর প্রদক্ষিণের সময় অংশ নেয়া নেতা-কর্মীদের বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয় আশপাশের এলাকা। এ সময় শোভাযাত্রার আনন্দ ছড়িয়ে পড়ে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা লোকজনের মাঝেও, অনেকেই হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ মোখলেছুর রহমান মিতুল ও সাধারণ সম্পাদক প্রভাষক শামীম আহমদের নেতৃত্বে অনুষ্ঠিত আনন্দ শোভাযাত্রায় জেলার সাংগঠনিক সম্পাদক আলীমুল মুত্তাকী পলাশ, উপ-দপ্তর সম্পাদক জিয়াউল হক বাতেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমান মিজান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নূরুল হক খোকা, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরহাদ আহম্মেদ টিটুল, সোহাগ ভূঁইয়াসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে সংগঠনটির জেলার সহ-সভাপতি মো. মোখলেছুর রহমান মিতুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শামীম আহমদ। এ সময় তিনি শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বার্তা/এন
সাজ্জাদ হোসেন হৃদয় - কিশোরগঞ্জ 







































