
হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশজুড়ে উৎসবের আমেজ শুরু হয়েছে। দুর্গাপূজাকে ঘিরে দেশের অন্যান্য জেলার তুলনায় ধর্মীয় সম্প্রীতির জেলা হিসেবে পরিচিত কিশোরগঞ্জে উৎসবের আমেজ থাকে দ্বিগুণের বেশি। কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসবের আমেজে এইবার ভিন্নমাত্রা যোগ হয়েছে। এইবার দুইটি উপজেলার সকল দুর্গাপূজার মন্ডপে শারদীয় শুভেচ্ছা উপহার পাঠিয়ে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন মেজর জেনারেল (অবঃ) সৈয়দ সাফায়েতুল ইসলাম।
শহীদ সৈয়দ নজরুল ইসলামের সন্তান মেজর জেনারেল অবঃ সৈয়দ সাফায়েতুল ইসলাম এবং ওনার সহধর্মিনী সৈয়দা মাহবুবা ইসলাম নাজমা কর্তৃক প্রতিষ্ঠিত সৈয়দ সাফায়েত ও সৈয়দা মাহবুবা ফাউন্ডেশনের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের সবরকম সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে। এরই প্রেক্ষিতে সদর ও হোসেনপুরের মোট ৬৬টি পূজা মন্ডপে সরকারি বিশেষ অনুদানের আবেদন করে সৈয়দ সাফায়েত ও সৈয়দা মাহবুবা ফাউন্ডেশন।
সৈয়দ সাফায়েত ও সৈয়দা মাহবুবা ফাউন্ডেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, চলতি মাসের প্রথম সপ্তাহে সরকারি বিশেষ অনুদানের জন্য করা আবেদন অনুমোদন পেয়েছে। পূজার শুরুর আগেই পর্যায়ক্রমে সরকারিভাবে দুই উপজেলার সকল পূজা মন্ডপেই উক্ত অনুদান পৌঁছে দেয়া হবে।
এছাড়াও গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) কালী বাড়ি মন্দিরে আয়োজিত মতবিনিময় সভার শেষে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা উপহার হিসেবে সকল পূজা মন্ডপে ৬ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল অবঃ সৈয়দ সাফায়েতুল ইসলাম ও তার ওনার সহধর্মিনী সৈয়দা মাহবুবা ইসলাম নাজমা উপস্থিত ছিলেন।
বার্তা /এন
সাজ্জাদ হোসেন হৃদয় - কিশোরগঞ্জ।। 







































