
মুন্সীগঞ্জের শ্রীনগরের কুশÍড়ীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে র্যাব-১০।
আটককৃত নারীরা হলেন, হেনা বেগম (৪০) ও জরিনা বেগম (৩০)। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।
মঙ্গলবার (৪অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১০-এর কোম্পানি কমান্ডার এএসপি এনায়েত কবির সোয়েব।
তিনি বলেন, আনুমানিক ছয় লক্ষ টাকা মূল্যের ২০ কেজি গাঁজাসহ ওই দুই নারীকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
বার্তা /এন
সোহাগ খান, স্টাফ রিপোর্টার 







































