বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের প্রস্তুতি, ৪ জনের কারাদণ্ড

বরগুনার তালতলীতে (২২দিন) নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে ইলিশ মাছ শিকারের প্রস্তুতি নেওয়ার সময় ৪ জেলেকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার মিটার কারেন্ট জাল, মা ইলিশ সংরক্ষনের ১০০ কেজি বরফ জব্দ করা হয়েছে।
শুক্রবার(৭ অক্টোবর) সকালে বরগুনার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. জাহাঙ্গীর,মো. মোশারেফ,মো. দেলোয়ার মাতুব্বর ও মো. সুলাইমান। এদের সকলের বাড়ি উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে।
তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুল আলম জানান, ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের একটি টিম পায়রা নদীতে অভিযান চালিয়ে শুক্রবার খুব ভোরের দিকে ১০০ কেজি বরফ ও ২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মাছ ধরার প্রস্তুতি নেওয়ার সময় নদী থেকে ৪ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
বার্তা/এন
জনপ্রিয়

দেশের উদ্দেশ্যে বাসভবন ছাড়লেন তারেক রহমান

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের প্রস্তুতি, ৪ জনের কারাদণ্ড

প্রকাশের সময় : ০৭:৪০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
বরগুনার তালতলীতে (২২দিন) নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে ইলিশ মাছ শিকারের প্রস্তুতি নেওয়ার সময় ৪ জেলেকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার মিটার কারেন্ট জাল, মা ইলিশ সংরক্ষনের ১০০ কেজি বরফ জব্দ করা হয়েছে।
শুক্রবার(৭ অক্টোবর) সকালে বরগুনার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. জাহাঙ্গীর,মো. মোশারেফ,মো. দেলোয়ার মাতুব্বর ও মো. সুলাইমান। এদের সকলের বাড়ি উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে।
তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুল আলম জানান, ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের একটি টিম পায়রা নদীতে অভিযান চালিয়ে শুক্রবার খুব ভোরের দিকে ১০০ কেজি বরফ ও ২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মাছ ধরার প্রস্তুতি নেওয়ার সময় নদী থেকে ৪ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
বার্তা/এন