
যশোর বেনাপোল সড়কের নতুনহাট এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো তিন কলেজ শিক্ষার্থীর।
শুক্রবার (৭ অক্টোবর) রাত ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, যশোর সদরের এড়েন্দা গ্রামের সাইফুল ইসলামের ছেলে আসিফ (১৯), দূর্গাপুর গ্রামের নাজির আলীর ছেলে আরমান (১৯) ও একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে সালমান হোসেন (২০)। তারা সদর উপজেলার নতুনহাট পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
নিহতের স্বজনরা জানান, গতকাল ছুটির দিনে তারা বন্ধুদের সাথে ২টি মোটরসাইকেলে চারজন ঝিকরগাছার গদখালিসহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়। রাত ৯ টার দিকে বাড়ি ফেরার পথে নতুনহাট এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি তাদের মোটরসাইকেল টেনে হিচড়ে বেশ কিছুদূর নিয়ে যায়। এতে ঘটনাস্থালেই তিন জনের মুত্য হয়।
এবিষয়ে যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, যশোর- বেনাপোল সড়কের নতুনহাট এলাকায় এক সড়ক দুর্ঘটনায় তিন কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এঘটনায় ঘাতক ট্রাক চালককে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বার্তা /এন
যশোর প্রতিনিধি 







































