
রাজবাড়ীর বালিয়াকান্দিতে আজ রবিবার (৯ অক্টোবর) জাতীয় তামাক মক্ত দিবস উদযাপন উপলক্ষে অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।
সকালে দিবস টি উপলক্ষে বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ এর সহযোগীতায় এবং সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টা (সপ্রমুপ) এর আয়োজনে উপজেলার নারুয়া রোডে ঘন্টা ব্যপি এ অবস্থান কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তৃতা করেন সমন্বিতন প্রমিলা মুক্ত প্রচেষ্টা (সুপ্রমুপ) এর পরিচালক মো. মোকারম হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক গোলাম মর্তুবা রিজু, সমাজ কর্মী আজমল হোসেন প্রমুখ।
বক্তারা, তামাকজাত দ্রব্য বিক্রয়ে লাইসেন্সিং ব্যবস্থা বাধ্যতামূলক করার দাবি জানান।
বার্তাকণ্ঠ/এন
রাজবাড়ী প্রতিনিধি 







































