
বাগেরহাটে ডিবি পুলিশের অভিযানে ভিআইপি মোড়ে খুলনা-বরিশাল রুটের একটি যাত্রীবাহী বাসে তল্লাশীকালে তানিয়া ইসলাম জুলেখা(২৫) নামে এক নারী মাদকব্যবসায়ীর আচরণ সন্দেহজনক হলে তার শরীরের বিভিন্ন স্থানে তল্লাশী চালিয়ে ৩৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
তানিয়া যশোর জেলার বাসিন্দা নজরুল ইসলামের মেয়ে।
জেলা ডিবি পুলিশের ওসি সুরেশ চন্দ্র হালদার জানান, রবিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল খুলনা-বরিশালগামী ধানশিড়ি নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশীকালে এক নারী মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৩৭ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
এবিষয়ে বাগেরহাট সদর মডেল থানায় ওই নারীর বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে।
বার্তাকণ্ঠ/এন
সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি 







































