শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ইবি সাদা দলের মানববন্ধন

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল এবং জাতীয়তাবাদী কর্মকর্তা ও কর্মচারী ফোরাম। বুধবার (১২ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে তারা এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ও সদস্য সচিব অধ্যাপক ড. এ এস এম শরফরাজ নওয়াজ উপস্থিত ছিলেন। এছাড়াও সংগঠনটির যুগ্ম আহবায়ক অধ্যাপক মোহাম্মদ সেলিম, উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান ও সদস্য মোহাম্মদ আনোয়ারুল ওহাব এবং জাতীয়তাবাদী কর্মকর্তা ও কর্মচারী ফোরামের নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত ছিলেন।

এদিকে একই সময়ে অনুষদ ভবনের সামনে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এসময় তারা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে শ্লোগান দিয়ে শিক্ষকদের কর্মসূচিতে পরোক্ষভাবে বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ সাদা দলের নেতাকর্মীদের।

এ বিষয়ে শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, আমরা আমাদের পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে গিয়েছিলাম। সেখানে অন্য কারো প্রোগ্রাম ছিলো কি না সেটা আমাদের জানা ছিলো না। কারো প্রোগ্রামে বাধা দেয়ার উদ্দেশ্যে আমরা সেখানে যাই নি।

এ বিষয়ে সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, আমরা প্রশাসনের অনুমতি নিয়ে একদিন আগেই অনুষদ ভবনের সামনে এই কর্মসূচির আয়োজন করি। ছাত্রলীগের কর্মকান্ড তাদের দলীয় টেন্ডে হয় বলে জানি। কিন্তু তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়ার চেষ্টা করেছে। এটা আমাদের ভবিষ্যৎ রাজনৈতিক সংস্কৃতিকে নেতিবাচক করে তুলবে।

জনপ্রিয়

৭ জেলায় নির্বাচনী সমাবেশ শেষে ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ইবি সাদা দলের মানববন্ধন

প্রকাশের সময় : ০৬:১৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল এবং জাতীয়তাবাদী কর্মকর্তা ও কর্মচারী ফোরাম। বুধবার (১২ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে তারা এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ও সদস্য সচিব অধ্যাপক ড. এ এস এম শরফরাজ নওয়াজ উপস্থিত ছিলেন। এছাড়াও সংগঠনটির যুগ্ম আহবায়ক অধ্যাপক মোহাম্মদ সেলিম, উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান ও সদস্য মোহাম্মদ আনোয়ারুল ওহাব এবং জাতীয়তাবাদী কর্মকর্তা ও কর্মচারী ফোরামের নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত ছিলেন।

এদিকে একই সময়ে অনুষদ ভবনের সামনে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এসময় তারা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে শ্লোগান দিয়ে শিক্ষকদের কর্মসূচিতে পরোক্ষভাবে বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ সাদা দলের নেতাকর্মীদের।

এ বিষয়ে শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, আমরা আমাদের পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে গিয়েছিলাম। সেখানে অন্য কারো প্রোগ্রাম ছিলো কি না সেটা আমাদের জানা ছিলো না। কারো প্রোগ্রামে বাধা দেয়ার উদ্দেশ্যে আমরা সেখানে যাই নি।

এ বিষয়ে সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, আমরা প্রশাসনের অনুমতি নিয়ে একদিন আগেই অনুষদ ভবনের সামনে এই কর্মসূচির আয়োজন করি। ছাত্রলীগের কর্মকান্ড তাদের দলীয় টেন্ডে হয় বলে জানি। কিন্তু তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়ার চেষ্টা করেছে। এটা আমাদের ভবিষ্যৎ রাজনৈতিক সংস্কৃতিকে নেতিবাচক করে তুলবে।