
যশোরে ব্যবসায়ী পার্টনারের বউ বিথী বেগম (২২) কে নিয়ে পালিয়েছেন আরেক পার্টনার প্রেমিক মনির হোসেন (২৯)।
সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় বিথীর স্বামী তৌহিদুর রহমান লিটু গতকাল মঙ্গলবার (১১ অক্টোবর) যশোর আদালতে একটি মামলা দায়ের করেছেন।
লিটু যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের সহিদুর রহমানের ছেলে এবং মনির শহরের নীলগঞ্জ সুপারী বাগান এলাকার সেলিম মিয়ার ছেলে।
ভুক্তভোগী লিটু জানান, ২০১৬ সালে লিটুর সাথে বিয়ে বিথীর। তাদের ঘরে পাঁচ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। অন্যদিকে মনির হোসেন– লিটুর ব্যবসায়ী পার্টনার। তাদের পুরাতন খুলনা বাসষ্টান্ডে আরাবী আলমাস ফল ঘর নামে যৌথ মালিকানায় একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। লিটু বেশিরভাগ সময় ব্যবসার কাজে ব্যস্ত থাকেন। এই সুযোগে বিথীর সাথে মনিরের পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি লিটু বুঝতে পেরে দুইজনকেই সর্তক করেন।এ বিষয় নিয়ে দুই ব্যবসায়ী পার্টনারের সাথে সম্পর্কে ফাটল ধরে।
লিটু আরও জানান, গত ৬ অক্টোবর প্রতিদিনের ন্যায় সকালে লিটু ব্যবসা প্রতিষ্ঠানে গেলে–এই সুযোগে বিথী, মনিরকে ফোন করে বাড়িতে ডাকেন। পরে তারা দুজন মিলে আলমারির তালা ভেঙে ফল কেনার দেড়লাখ টাকা, তিনলাখ টাকার সোনার গহনা ও জমির দলিলপত্র নিয়ে চম্পট দেয়। পরে লিটু মোবাইল ফোনে বিথীর সাথে যোগাযোগ করলে মনিরের সাথে পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেন। একই সাথে নিয়ে যাওয়া বিভিন্ন জিনিসপত্র ফেরত দেবেনা বলে জানিয়ে দেন। সাথে পাঁচ বছরের শিশু সন্তানকেও নিয়ে যায়।এছাড়া মনির লিটুকে জানায়, এ বিষয়ে জানাজানি করলে লিটুকে হত্যার হুমকি দেন মনির।
এব্যাপরে যশোর আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম অভিযোগ আমলে নিয়ে কোতোয়ালি থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
বার্তাকণ্ঠ/এন
যশোর প্রতিনিধি 







































