
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লী থেকে অ্যালকোহল (ওয়াইন) মদসহ সরোয়ার মন্ডল (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে এ তথ্য জানায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এরআগে বুধবার দিবাগত রাত পৌনে ১ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
সে উপজেলার দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার মোঃ গোলাপ মন্ডলের ছেলে ও নবগঠিত দৌলতদিয়া বোডিং মালিক সমিতির সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত পৌনে ১ টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর মধ্যে সিরাজের বাড়ীর ভাড়াটিয়া শরীফার ভাড়াকৃত ঘর থেকে মাদক ব্যবসায়ী মোঃ সরোয়ার মন্ডল সরোকে ৩.১২৫ (তিন দশমিক একশত পঁচিশ) লিঃ অ্যালকোহল (ওয়াইন) মদসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত’র বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ২৪ (ক) ধারায় মামলা রুজু করা হয়।
বার্তাকণ্ঠ/এন
রাজবাড়ী প্রতিনিধি 






































