
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ইসলামী আইন ও আন্তর্জাতিক মানবিক আইন’ বিষয়ে সার্টিফিকেট কোর্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারস্থ আইকিউএসির কনফারেন্স রুমে দুইদিনব্যাপী এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এর আগে বুধবার অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগ ও ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি) এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় দিনে ‘আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে সুরক্ষিত ব্যক্তি ও বস্ত’ বিষয়ে উপস্থাপনা করেন আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল। এছাড়াও ‘ইসলামী আইনে যোদ্ধা ও যুদ্ধবন্দী’ বিষয়ে আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীন এবং ‘ইসলামী আইন অনুসারে সশস্ত্র সংঘাতে সুরক্ষার ধারণা’ ও ‘ যুদ্ধকালীন বেসামরিক ব্যক্তিদের সুরক্ষায় মৌলিক ইসলামী নীতিমালা’ বিষয়ে অধ্যাপক ড. আবুবকর মো. জাকারিয়া মজুমদার উপস্থাপনা করেন।
পরে আইসিআরসি’র প্রতিনিধিরা দুইদিনব্যাপী অনুষ্ঠিত সার্টিফিকেট কোর্সে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন। এসময় আইন অনুষদের ডিন অধ্যাপক সৈয়দা সিদ্দীকা প্রমুখ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বার্তাকণ্ঠ/এন
ইবি প্রতিনিধি 







































