মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিকরগাছায় মোটরসাইকেল চুরির হিড়িক, আতঙ্কে উপজেলাবাসী

প্রতীকী ছবি

যশোরের ঝিকরগাছা বাজারে আবারও দিনদুপুরে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। বারবার মোটরসাইকেল চুরির ঘটনায় আতঙ্কে রয়েছে উপজেলাবাসী।
জানা যায়, প্রতিদিনের ন্যায় গতকাল বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ঝিকরগাছা সাবরেজিস্টার অফিসের নকলনবিশ কীর্তিপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে মোঃ রায়হান হোসেন তার নিজ নামে রেজিষ্ট্রেশনকৃত যশোর হ ১৭- ৩৩৮২ নংএর ১০০ সিসি হিরো হোন্ডা স্পেলেন্ডার মোটরসাইকেলটি অফিসের নির্ধারিত জায়গায় তালাবদ্ধ করে অফিসের কাজ করতে থাকেন। পরবর্তীতে দুপুর ২টার সময় তিনি খাবার খাওয়ার জন্য অফিস থেকে নীচে নেমে দেখেন তার মোটরসাইকেলটি সেখান থেকে হাওয়া হয়ে গেছে। বিভিন্ন জায়গায় খোঁজা খুঁজি করেও মোটরসাইকেলটির কোন সন্ধান পাওয়া যায়নি।
এঘটনায় ভুক্তভোগী ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গত ২৫ সেপ্টেম্বর শ্রীরামপুর গ্রামের সবুজের বাড়ির কলাপসিবল গেট ও ঘরের তালা ভেঙে চোরেরা একটি নতুন হিরো মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হলেও চোরচক্রের কোন সদস্যকে আটক করতে পারিনি পুলিশ। তবে ঝিকরগাছার জনগণ পুলিশের আরো কঠোর ভুমিকা পালন করার জোর দাবি জানিয়েছেন।
সম্প্রতি ঝিকরগাছায় মোটরসাইকেল চুরির হিড়িক পড়ে গেছে। বিভিন্ন সময়ে চোরেরা ঝিকরগাছার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় অর্ধ শতাধিক গাড়ি চুরি করে নিয়ে গেছে। কিন্তু কোনো গাড়ি আজ পর্যন্ত উদ্ধার হয়নি কিংবা কেউ আটক হয়নি। চুরির ঘটনায় মোটরসাইকেল মালিকেরা একধরনের আতংক বিরাজ করছে– কখন না জানি তার সখের গাড়িটি চুরি হয়ে যায়?
এ বিষয়ে জানতে চাইলে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, মোটরসাইকেল চুরির একটা অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তবে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতাদের আটকের চেষ্টা চলছে।
বার্তাকণ্ঠ/এন
জনপ্রিয়

গর্ভাবস্থায় যে ৫ ভুল করা যাবে না

ঝিকরগাছায় মোটরসাইকেল চুরির হিড়িক, আতঙ্কে উপজেলাবাসী

প্রকাশের সময় : ০৮:৩৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
যশোরের ঝিকরগাছা বাজারে আবারও দিনদুপুরে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। বারবার মোটরসাইকেল চুরির ঘটনায় আতঙ্কে রয়েছে উপজেলাবাসী।
জানা যায়, প্রতিদিনের ন্যায় গতকাল বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ঝিকরগাছা সাবরেজিস্টার অফিসের নকলনবিশ কীর্তিপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে মোঃ রায়হান হোসেন তার নিজ নামে রেজিষ্ট্রেশনকৃত যশোর হ ১৭- ৩৩৮২ নংএর ১০০ সিসি হিরো হোন্ডা স্পেলেন্ডার মোটরসাইকেলটি অফিসের নির্ধারিত জায়গায় তালাবদ্ধ করে অফিসের কাজ করতে থাকেন। পরবর্তীতে দুপুর ২টার সময় তিনি খাবার খাওয়ার জন্য অফিস থেকে নীচে নেমে দেখেন তার মোটরসাইকেলটি সেখান থেকে হাওয়া হয়ে গেছে। বিভিন্ন জায়গায় খোঁজা খুঁজি করেও মোটরসাইকেলটির কোন সন্ধান পাওয়া যায়নি।
এঘটনায় ভুক্তভোগী ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গত ২৫ সেপ্টেম্বর শ্রীরামপুর গ্রামের সবুজের বাড়ির কলাপসিবল গেট ও ঘরের তালা ভেঙে চোরেরা একটি নতুন হিরো মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হলেও চোরচক্রের কোন সদস্যকে আটক করতে পারিনি পুলিশ। তবে ঝিকরগাছার জনগণ পুলিশের আরো কঠোর ভুমিকা পালন করার জোর দাবি জানিয়েছেন।
সম্প্রতি ঝিকরগাছায় মোটরসাইকেল চুরির হিড়িক পড়ে গেছে। বিভিন্ন সময়ে চোরেরা ঝিকরগাছার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় অর্ধ শতাধিক গাড়ি চুরি করে নিয়ে গেছে। কিন্তু কোনো গাড়ি আজ পর্যন্ত উদ্ধার হয়নি কিংবা কেউ আটক হয়নি। চুরির ঘটনায় মোটরসাইকেল মালিকেরা একধরনের আতংক বিরাজ করছে– কখন না জানি তার সখের গাড়িটি চুরি হয়ে যায়?
এ বিষয়ে জানতে চাইলে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, মোটরসাইকেল চুরির একটা অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তবে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতাদের আটকের চেষ্টা চলছে।
বার্তাকণ্ঠ/এন