শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইবি শিক্ষার্থীকে ট্রাকের ধাক্কা, সড়ক অবরোধ

ট্রাকের ধাক্কায় আহত হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় টানা তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এতে কয়েক কিলোমিটার পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, ট্রাকের ধাক্কায় আহত ওই শিক্ষার্থীর নাম তাওহিদ তালুকদার। সে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাকে প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয় মেডিকেলে পাঠানো হয়। পরে তাকে কুষ্টিয়ায় নেয়া হয়।

এদিকে এ ঘটনার পরপরই টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। অবরোধকালীন শিক্ষার্থীরা স্পিডব্রেকার ও ফুটওভার ব্রিজ নির্মাণ ও সর্বোচ্চ গতিসীমা মেনে গাড়ি চালানোসহ বিভিন্ন দাবি উত্থাপন করে। এসময় প্রক্টোরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেন। কিন্তু শিক্ষার্থীরা ভিসিকে ঘটনাস্থলে এসে আশ্বাস দেয়ার দাবি জানান। পরে তিন ঘণ্টা অবরোধের পর ভিসির আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।

ইবি থানার ওসি আননূর যায়েদ বিপ্লব বলেন, ঘটনা শোনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হই। ধাক্কা প্রদানকারী ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের জানিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শফিকুল ইসলাম বলেন, ভিসির আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছে। আগামীকাল ভিসি শিক্ষার্থীদের সাথে এ বিষয়ে কথা বলবেন।

বার্তাকণ্ঠ/এন

জনপ্রিয়

৭ জেলায় নির্বাচনী সমাবেশ শেষে ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান

ইবি শিক্ষার্থীকে ট্রাকের ধাক্কা, সড়ক অবরোধ

প্রকাশের সময় : ০৮:২৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২

ট্রাকের ধাক্কায় আহত হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় টানা তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এতে কয়েক কিলোমিটার পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, ট্রাকের ধাক্কায় আহত ওই শিক্ষার্থীর নাম তাওহিদ তালুকদার। সে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাকে প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয় মেডিকেলে পাঠানো হয়। পরে তাকে কুষ্টিয়ায় নেয়া হয়।

এদিকে এ ঘটনার পরপরই টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। অবরোধকালীন শিক্ষার্থীরা স্পিডব্রেকার ও ফুটওভার ব্রিজ নির্মাণ ও সর্বোচ্চ গতিসীমা মেনে গাড়ি চালানোসহ বিভিন্ন দাবি উত্থাপন করে। এসময় প্রক্টোরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেন। কিন্তু শিক্ষার্থীরা ভিসিকে ঘটনাস্থলে এসে আশ্বাস দেয়ার দাবি জানান। পরে তিন ঘণ্টা অবরোধের পর ভিসির আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।

ইবি থানার ওসি আননূর যায়েদ বিপ্লব বলেন, ঘটনা শোনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হই। ধাক্কা প্রদানকারী ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের জানিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শফিকুল ইসলাম বলেন, ভিসির আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছে। আগামীকাল ভিসি শিক্ষার্থীদের সাথে এ বিষয়ে কথা বলবেন।

বার্তাকণ্ঠ/এন