
যশোরের ঝিকরগাছায় বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক- ২০২১ (রৌপ্য) প্রাপ্ত দু’জনকে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ প্রেসক্লাব, ঝিকরগাছা উপজেলা শাখা।
আজ শনিবার (১৫ অক্টোবর) বিকাল ৫টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক অনুষ্ঠানে কৃষিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ঝিকরগাছা উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তা জনাব আয়ুব হোসেন এবং কৃষিতে নারীর অবদান, জৈবসার প্রস্ততকারী নারী উদ্যোক্তা নাসরীন সুলতানাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মাস্টার আশরাফুজ্জামান বাবুর সঞ্চালনায় এবং কে এম ইদ্রিস আলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব যশোর জেলা শাখার সভাপতি সাংবাদিক মতিয়ার রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ঝিকরগাছার সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন চাঁদ, অর্থ বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক সুজন মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান খান, কার্যকরী সদস্য নুরুল্লাহ খান রুমি, আক্তারুজ্জামান আক্তার, ইমতিয়াজ আহমেদ শিপন, মাসউদুল হাসান, আব্দুল্লাহ আল মামুন, আলমগীর হোসেন, সেবা সংগঠন এর সদস্য রায়হান, লক্ষ্মণ, সেবক সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সহ আরও অনেকে।
বার্তাকণ্ঠ/এন
ঝিকরগাছা প্রতিনিধি 







































