
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইন বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় পরমাণু বিজ্ঞানী ড.এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের গ্যালারী কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। বিশেষ অতিথি হিসেবে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দা সিদ্দীকা, অধ্যাপক ড. জহুরুল ইসলাম, অধ্যাপক ড. হালিমা খাতুন, অধ্যাপক ড. রেহেনা পারভীন, সহযোগী অধ্যাপক ড. মাহবুব বিন শাহজাহান, সহযোগী অধ্যাপক ড. আরমীন খাতুন, সহযোগী অধ্যাপক ড. মাকসুদা আক্তার ও সহযোগী অধ্যাপক ড. আনিচুর রহমান উপস্থিত ছিলেন । অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন আইন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফয়সাল মাহমুদ আল মারজান ও সাজেদা আক্তার জলি।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সেলিম তোহা বলেন, ”জীবনে চূড়ান্ত সফলতা অর্জন করতে হলে থাকতে হবে সুনির্দিষ্ট স্বপ্ন, প্রচণ্ড অধ্যবসায় ও অবিরাম পরিশ্রম। যে ঝুঁকি নিতে কখনও ভয় করে না ও যেকোনো পরিস্থিতিতে বুকে দৃঢ় মনোবল ও সাহস রেখে চলে সেই জীবনে সফল হয়।
তিনি বলেন, সোনা যেমন আগুনে না পুড়ে খাঁটি হয় না তেমনি জীবনে জলন্ত আকাঙ্ক্ষা না থাকলে সফল হওয়া যায় না।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া শেষে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়।
বার্তাকণ্ঠ/এন
মোর্শেদ মামুন, ইবি প্রতিনিধি 







































