
রাজবাড়ীতে ইয়াবা ট্যাবলেটসহ কামরুল হাসান (৪২) ও জাকির হোসেন(২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফরিদপুর জেলার কোতোয়ালি থানার ভাটিলক্ষীপুর গ্রামের রোকন উদ্দিনের ছেলে কামরুল ও একই এলাকায় মৃত শেখ পান্নুর ছেলে জাকির।
ডিবি পুলিশ সূত্রে জানাযায়, শনিবার (১৫ অক্টোবর) রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি অভিযানিক দল জেলার গোয়ালন্দ ঘাটের সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে দুৃই মাদকব্যবসায়ীকে ৫০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
বার্তাকণ্ঠ/এন
রাজবাড়ী প্রতিনিধি 



































