বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জঙ্গি বিষয়ে আমরা পার্বত্য চট্টগ্রাম পর্যবেক্ষণে রাখছি: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি-ঢাকা পোস্ট

পার্বত্য চট্টগ্রামে কেএনএফের ক্যাম্পে যে সব জঙ্গিরা গেছে ও কেএনএফের আশ্রয়ে ছিল তাদের কয়েকজনকে আমরা ধরেছি। এ ঘটনাটি পর্যবেক্ষণে রাখছি– বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রবিবার (১৬ অক্টোবর) ফায়ার সার্ভিসের সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

এর আগে মন্ত্রী ফায়ার সার্ভিসের জন্য বিশ্বের সর্বাধিক উচ্চতার ৬৮ মিটার টিটিএল গাড়ির উদ্বোধন করেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেএনএফ, শন্তুলারমার জেএসএস ও ইউপিডিএফ পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। তারা প্রায় এমন করে থাকে।

তিনি বলেন, আমরা বিচ্ছিন্নতাবাদিদের থাকতে দিচ্ছি না। জঙ্গিদের থাকতে দিচ্ছি না। পার্বত্য চট্টগ্রামে কেএনএফের ক্যাম্পে যে জঙ্গিরা আশ্রয়ে ছিল তাদের কয়েকজনকে ধরা হয়েছে।

মন্ত্রী বলেন, ফায়ার সার্ভিসের জন্য আনা হল ৬৮ ফুট বা ২২ তলা পযর্ন্ত উঠতে সক্ষম টিটিএল ট্রাক, ল্যাডার। এখন থেকে ২৪ তলা পযর্ন্ত আগুন লাগলে আগুন নেভাতে সক্ষম ফায়ার সার্ভিস।

তিনি বলেন, আপাতত ২টি ৬৮ মিটার উঠতে সক্ষম টিটিএল গাড়ি এসেছে, এমন আরও ৩ টি গাড়ি শিগগিরই আসবে। আগে ফায়ার সার্ভিস ১২ থেকে ১৪ তলার বেশি উপরে উঠে আগুন নিভাতে পারত না।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে সিতাকুণ্ড আগুনে নিহত ফায়ারের ১৩ জন কর্মীকে অগ্নিবীর হিসেবে খেতাব দেওয়া হয়েছে।

জনপ্রিয়

ডেইলি স্টার ভবনে হামলার ঘটনায় আকাশ গ্রেপ্তার

জঙ্গি বিষয়ে আমরা পার্বত্য চট্টগ্রাম পর্যবেক্ষণে রাখছি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ০৩:০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২

পার্বত্য চট্টগ্রামে কেএনএফের ক্যাম্পে যে সব জঙ্গিরা গেছে ও কেএনএফের আশ্রয়ে ছিল তাদের কয়েকজনকে আমরা ধরেছি। এ ঘটনাটি পর্যবেক্ষণে রাখছি– বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রবিবার (১৬ অক্টোবর) ফায়ার সার্ভিসের সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

এর আগে মন্ত্রী ফায়ার সার্ভিসের জন্য বিশ্বের সর্বাধিক উচ্চতার ৬৮ মিটার টিটিএল গাড়ির উদ্বোধন করেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেএনএফ, শন্তুলারমার জেএসএস ও ইউপিডিএফ পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। তারা প্রায় এমন করে থাকে।

তিনি বলেন, আমরা বিচ্ছিন্নতাবাদিদের থাকতে দিচ্ছি না। জঙ্গিদের থাকতে দিচ্ছি না। পার্বত্য চট্টগ্রামে কেএনএফের ক্যাম্পে যে জঙ্গিরা আশ্রয়ে ছিল তাদের কয়েকজনকে ধরা হয়েছে।

মন্ত্রী বলেন, ফায়ার সার্ভিসের জন্য আনা হল ৬৮ ফুট বা ২২ তলা পযর্ন্ত উঠতে সক্ষম টিটিএল ট্রাক, ল্যাডার। এখন থেকে ২৪ তলা পযর্ন্ত আগুন লাগলে আগুন নেভাতে সক্ষম ফায়ার সার্ভিস।

তিনি বলেন, আপাতত ২টি ৬৮ মিটার উঠতে সক্ষম টিটিএল গাড়ি এসেছে, এমন আরও ৩ টি গাড়ি শিগগিরই আসবে। আগে ফায়ার সার্ভিস ১২ থেকে ১৪ তলার বেশি উপরে উঠে আগুন নিভাতে পারত না।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে সিতাকুণ্ড আগুনে নিহত ফায়ারের ১৩ জন কর্মীকে অগ্নিবীর হিসেবে খেতাব দেওয়া হয়েছে।