
রাত পোহালেই নির্বাচন, ১৭ অক্টোবর (সোমবার)-ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে জেলার অন্যান্য উপজেলার মতো জেলা পরিষদের ১১ নং ওয়ার্ড (নান্দাইল) ও চলছে শেষ মুহূর্তের জমজমাট প্রচারণা। আগামীকাল সকাল ৮:টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
ভোটারদের মন জয় করতে প্রার্থীরাও ছুটেছেন দ্বারে দ্বারে। প্রার্থীদের সমর্থক রাও সামাজিক যোগাযোগ মাধ্যমেও চালাচ্ছেন ব্যাপক প্রচার-প্রচারণা। নিজ দল ও পছন্দের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে কর্মী-সমর্থকরা চালিয়ে যাচ্ছেন প্রাণ-পণ চেষ্টা।
নির্বাচনে নান্দাইল উপজেলার ১৩ টি ইউনিয়ন একটি পৌরসভা ও উপজেলা পরিষদ মিলিয়ে ভোটার সংখ্যা ১৮৫টি। ১১ নং ওয়ার্ড নান্দাইল থেকে প্রার্থী হয়েছেন ৩ জন। তারা হলেন, মোঃ আবু বক্কর সিদ্দিক (বাহার), প্রতীক (তালা), মোহাম্মদ খায়সারুল আলম ফকির, প্রতীক (টিউবওয়েল), আবু নাঈম ভূইয়া ফারুক, প্রতীক (ঘুড়ি) । রাজনৈতিক পরিচয়, জনপ্রিয়তা ও ব্যক্তি ইমেজকে কাজে লাগিয়ে প্রার্থীদ্বয় নির্বাচনী বৈতরণী পাড়ি দিতে মরিয়া হয়ে উঠেছেন।
অপরদিকে ত্রিশাল, ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলা নিয়ে গঠিত সংরক্ষিত ৪ আসনে প্রার্থী হয়েছেন চারজন। তারা হলেন ত্রিশালের সালমা বেগম, প্রতীক (দোয়াত-কলম), নাজমা খাতুন, প্রতীক (ফুটবল), নান্দাইলের শিরীন সোলায়মান, প্রতীক (মাইক) ও ঈশ্বরগঞ্জের আঞ্জুমান আরা, প্রতীক (হরিণ)।
নির্বাচনে পর্যবেক্ষকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফকরুজ্জামান বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ভোটকেন্দ্রের ভেতর বিশেষ ক্যামেরা স্থাপন-সহ ইতোমধ্যে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার, তৌহিদুল ইসলাম সরকার 





































