
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মঙ্গলবার (১৮ আক্টোবর) উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসনের আলাদা আয়োজনে নানা কর্মসুচিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের শুভ জন্মদিন পালন করা হয়েছে।
আজ সকালে উপজেলা চত্বরে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন থেকে পুম্পস্তবক অর্পণ করা হয়।
পুম্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জল হোসেন , সহকারী কমিশনার ( ভুমি) ইশরাত জাহান, মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম প্রমুখ । উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া র্যালী , আলোচনা সভা হয়েছে। বাদ যোহর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল হয়েছে।
পুম্পস্তবক অর্পণ ও বিভিন্ন কর্মসুচীতে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম , সহ সভাপতি আব্দুল বাতেন হিরু, যুগ্ন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান , যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান কাকন , সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান পান্না, প্রচার সম্পাদক আহসান আলী সরকার , আঃ ছামাদ সরকার প্রমুখ।
বার্তাকণ্ঠ/এন
নিজস্ব প্রতিবেদক 






































