
ইসলামী বিশ^বিদ্যালয় (ইবি) চলচ্চিত্র সংসদের আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনী অনুুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় বিশ^বিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ‘মনপুরা’ ও ‘ইনসেপশন’ চলচ্চিত্র দুইটি প্রদর্শনের আয়োজন করা হয়। পরিবেশবাদী সংগঠন ‘অভয়ারণ্য’ ও সামাজিক সংগঠন ‘বুনন’ এ আয়োজনে সহায়তা প্রদান করে।
জানা যায়, দুইটি সেশনে এই চলচ্চিত্র দুইটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই প্রদর্শনীটি উপভোগ করেন। সেশন চলাকালীন দর্শনার্থীদের জন্য চা ও পপকর্নের ব্যবস্থা করা হয়। এছাড়াও দর্শনার্থী প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে কলম উপহার দেয়া হয়।
প্রথম সেশনের পর ‘পরিবেশপ্রেমী অ্যাওয়ার্ড-২০২২’ এর খুলনা বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় ‘অভয়ারণ্য’কে সম্মাননা প্রদান করে চলচ্চিত্র সংসদ। এছাড়াও চলচ্চিত্র সংসদ কর্তৃক আয়োজিত ‘সিনেমা ও ওয়েব সিরিজ রিভিউ’ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয় সংগঠনটি। এতে সিনেমা ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় পুরস্কার পায় যথাক্রমে নওরিন জোয়ার্দার, উম্মে আশরাতুন তাজরীন ও আহসান আহমেদ। ওয়েব সিরিজ ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় পুরস্কার পায় যথাক্রমে সোহানুর রহমান, শোভন আহমেদ নাহিদ ও সাদিয়া মাহমুদ মিম।
চলচ্চিত্র সংসদের সভাপতি তৌফিক আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে বিশ^বিদ্যালয়ে চলচ্চিত্র সংসদের কার্যক্রম বন্ধ থাকায় নতুন করে তা চালু করার উদ্যোগ নিয়েছি। এরই অংশ হিসেবে এই প্রদর্শনীটির আয়োজন করা হয়। বিশ^বিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনকে পূর্ণরূপে বিকশিত করতে চলচ্চিত্র সংসদ অগ্রণী ভূমিকা পালন চায়।
বার্তাকন্ঠ/এন
মোর্শেদ মামুন, ইবি প্রতিনিধি 







































