
মোংলায় নদীতে ডুবে ফাতেমা বেগম (৪০) নামে এক নারী নিখোঁজ হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যার দিকে মোংলার চাঁদপাই ইউনিয়নে এ ঘটনা ঘটে।
ফাতেমা মোংলা উপজেলার চাদপাই ইউনিয়নের পাকখালি আবাসন প্রকল্পের বাসিন্দা মৃত- আরশাদ আলী মেয়ে।
স্খানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যার দিকে ওই নারী জয়খাঁ গ্রামের তার মামার বাড়ি থেকে ফেরার সময় পাকখালি গোড়া খাল খেয়া পারাপার হতে গিয়ে অসাবধানতাবসত খালে পড়ে নিখোঁজ হন তিনি।খালে স্রোত বেশি থাকায় স্থানীয়রা তাৎক্ষণিক চেষ্টা করলেও তাকে উদ্ধার করতে পারিনি। গতকাল রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই নারীকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পরে স্থানীয়রা বিষয়টি মোংলা ফায়ার সার্ভিসকে জানালে মোংলা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোঃ মামুন বলেন, তারা
নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করবে বলে জানায়।
বার্তাকণ্ঠ/এন
মারুফ বাবু, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
























