
মোংলায় নিখোঁজের দুই দিন পর ফাতেমা বেগম (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টায় চাঁদপাই ইউনিয়নের পাকখালি গ্রামের খালের খেয়া পার হতে গিয়ে তিনি পানিতে পড়ে যান।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার মোংলার নদী পারাপার ঘাট সংলগ্ন নদীতে থাকা ড্রেজার থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
ফাতেমা বেগম মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের পাকখালি গ্রামের ইদ্রিস মল্লিক এর স্ত্রী।
চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম বলেন, মোংলার মামার ঘাট সংলগ্ন নদীতে থাকা ড্রেজারের একজন কর্মকর্তা তাকে বলে তাদের ড্রেজারের পাঙ্খায় একটি মরদেহ পাওয়া গেছে। পরে তিনি স্থানীয় ইউপি সদস্য মোঃ হারুন মল্লিক কে ঘটনাস্থলে পাঠান।
চাঁদপাই ইউপি ৩নং ওয়ার্ড সদস্য মোঃ হারুন মল্লিক বলেন, তিনি সন্ধ্যা সাড়ে ৭টার সময় খবর পেয়ে নিখোঁজ ফাতেমার মরদেহ উদ্ধারের জন্য তাৎক্ষণিক তিনি ঘটনাস্থলে ছুটে যান। দীর্ঘ ৪৮ ঘন্টা পর নিখোঁজ ফাতেমার মরদেহ দেখতে পায়। পরে পুলিশের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়।
বার্তাকণ্ঠ/এন
মারুফ বাবু, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 



































