
“কমিউনিটি পুলিশিংয়ের মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র ” এই শ্লোগানকে সমানে রেখে–
রাজবাড়ী বালিয়াকান্দিতে থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উদযাপন করা হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সকালে থানা চত্তর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা, অফিসার ইনচার্জ (ওসি) মো.আসাদুজ্জামান, উপজেলা আ.লীগ সভাপতি আব্দুল হান্নান মোল্লা,যুগ্ম সাধারণ সম্পাদক এসানুল হাকিম সাধন, ইউপি চেয়ারম্যান একে এম ফরিদ হোসেন বাবু, আলমগীর বিশ্বাস, বাদশা আলমগীর, জহুরুল ইসলাম,রেজাউল করিম কল্লোল বসু আহম্মদ আলী মাস্টার, ইউপি সদস্য বৃন্দ্র, স্থানীয় সাংবাদিক,ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বিভিন্ন সমস্যা ও অপরাধ ঠেকাতে জনগনের সঙ্গে মিলে কাজ করার সুযোগ থাকায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় ও বিশেষ ভূমিকা রাখছে কমিউনিটি পুলিশিং কার্যক্রম।
বার্তাকণ্ঠ /এন
রাজবাড়ী প্রতিনিধি 






































