
ময়মনসিংহের নান্দাইল উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ৭৫ তম মিটিং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সকাল ৯ টায় হাসপাতাল কক্ষে অনুষ্ঠিতব্য এ মিটিংয়ে সভাপতিত্ব করেন,জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি।
উক্ত মিটিং এ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিক উদ্দিন ভূঞা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল মনসুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহমুদুর রশিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাজহারুল হক ফকির, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আকাইদ, নান্দাইল মডেল থানার ওসি তদন্ত ওবায়দুর রহমান, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল সহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থেকে,পূর্ববর্তী ৭৪ তম মিটিং এ সিদ্ধান্ত বাস্তবায়ন :
৭৪ তম মিটিং এ সিদ্ধান্ত ছিলো সকল কমিউনিটি ক্লিনিকে বিদ্যুত সংযোগ নিশ্চিত করা, ১৭ টি কমিউনিটি ক্লিনিকে বিদ্যুত সংযোগ ছিলো না। জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি’র নির্দেশে ১০ টি কমিউনিটি ক্লিনিকে বিদ্যুত সংযোগ প্রদান করা হয়েছে। অবশিষ্ট ৭ টি তে নতুন লাইন নির্মাণ প্রক্রিয়াধীন।
মিটিং এ আরো সিদ্ধান্ত ছিলো অপারেশন থিয়েটার যে চালু অব্যাহত রাখা, গত জুন মাস থেকে অদ্যাবধি ৬৬ টি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে এবং অপারেশন পরবর্তী রোগী কারো জটিলতা দেখা দেয়নি এবং সকলেই সুস্থ আছেন। অপারেশন সফল সুনাম অক্ষুন্ন থাকায়,জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, থিয়েটারে সংশ্লিষ্ট সকলকেই ধন্যবাদ জানান।
৭৪ তম মিটিং এ সিদ্ধান্ত ছিলো ইসিজি মেশিন চালু করা, নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সচল কোন ইসিজি মেশিন ছিল না। মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয় স্বাস্থ্য অধিদপ্তরে উপস্থিত হয়ে ইসিজি মেশিন ও ওটির জন্য ডায়া থার্মি মেশিনের ব্যবস্থা করেছেন।
বার্তাকণ্ঠ/এন
তৌহিদুল ইসলাম সরকার, স্টাফ রিপোর্টার 




































