
বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাত আটটার পর দোকান খোলা রাখায় রাজধানীর কেরানীগঞ্জে ৭ দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার (৩১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৮ টা থেকে ৯ টা পর্যন্ত উপজেলার জিনজিরা, জনী টাওয়ার ও কদমতলি গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে বাটা সু হাউজ , বেষ্ট বাই ইলেকট্রনিক, ইউনাইটেড বাইক হাউসসহ মোট ৭টি প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা করে সর্বমোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের সহায়তায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলাম।
এসময় তিনি জানান,, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারি নির্দেশনা মোতাবেক রাত আটটার পর দোকান, শপিং মলসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা রয়েছে, তারপরও অনেক ব্যবসায়ী সরকারি নির্দেশ অমান্য করে তাদের দোকান-পাট খোলা রাখছে। তাদের সতর্ক করতেই আজকের এ ভ্রাম্যমাণ আদালত।। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।
বার্তাকণ্ঠ/এন
ব্যুরো চিফ, ঢাকা 







































