
“প্রশিক্ষিত যুব উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে নিয়ে রাজবাড়ী বালিয়াকান্দিতে
জাতীয় যুব দিবস ২০২২ উদযাপন হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন দপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্তর থেকে যুব র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। আরো বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খদেজা বেগম, সমাজসেবা কর্মকর্তা অজয় হালদার,উপজেলা যুব উন্নয়ন ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম খায়রুল আলম।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক,যুবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে যুবকদের মাঝে সনদপত্র বিতরণ ও ২মাস মেয়াদি কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধন করা হয়।
বার্তাকণ্ঠ/এন
রাজবাড়ী প্রতিনিধি 






































