
সিরাজগঞ্জের উল্লাপাড়ার প্রত্যন্ত পল্লীর ক্ষুদ্র নৃগোষ্ঠীর গোপাল মাহাতো পেশায় কৃষি শ্রমিক। প্রধানমন্ত্রীর উপহারের বসতঘর তার জীবন মানে বেশ বদল এনেছে। তার বসতবাড়ীটি একেবারে সাজানো গোছানো।
উপজেলার উধুনিয়া ইউনিয়নের ফাজিলনগর গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর গোপাল মাহাতো কৃষি কাজে দিনমজুরী করেন। তার সংসার দিনমজুরীর আয়ের টাকায় চলে। তার স্ত্রী মিনা রাণী মাহাতো মাঠের কৃষি কাজে মজুরী বেচেন বলে জানানো হয়। তাদের তিন মেয়ে ও এক ছেলে সন্তান। প্রায় দেড় বছর ধরে পাওয়া প্রধানমন্ত্রীর উপহারের বসতঘরে বসবাস করছেন।
ফাজিলনগর গ্রামে সরেজমিনে তার বাড়িতে গিয়ে দেখা গেছে একেবারে সাজানো গোছানেো একটি বসতবাড়ী। প্রতিবেদককে গোপাল মাহাতো বলেন তার জীবনে সবচেয়ে বেশী খুশী প্রধানমন্ত্রীর উপহারের বসতঘর পাওয়া। পুরো বসতবাড়ী এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন। তিনি নিজেই বলেন বসতঘরটি তাদের জীবন মানে বেশ বদল এনেছে বলা চলে । এখন আরাম আয়েশে আর নিরাপদে ঘরটিতে করছেন বসবাস।
বার্তাকণ্ঠ/এন
সাহারুল হক সাচ্চু, উল্লাপাড়া ( সিরাজগঞ্জ ) 







































