বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে জামাইকে পুড়িয়ে হত্যার চেষ্টা, শাশুড়িসহ আটক ২

  • শহিদ জয়, যশোর
  • প্রকাশের সময় : ১০:৩১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • ১৭২
যশোরের বাঘারপাড়ায় শ্বশুরবাড়িতে জামাই রায়হান হোসেনকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় প্রধান দুই আসামিকে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা।
আটক দুই আসামি যশোরের বাঘারপাড়া উপজেলার জামালপুর গ্রামের জহির উদ্দিন সরদারের ছেলে সবুজ হোসেন ও মিরপুর গ্রামের মোতালেব মোল্লার মেয়ে রুপালী বেগম, তারা সম্পর্কে ভিকটিমের ভায়রা ভাই ও শাশুড়ি।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ভিকটিমের সঙ্গে তার শ্বশুড়বাড়ির লোকজনের বিরোধ চলে আসছিল। গত ৩০ অক্টোবর ভিকটিম রায়হানকে তার স্ত্রী ফোন করে শ্বশুড়বাড়িতে যেতে বলে। সেদিনই রাত সাড়ে সাতটার দিকে শ্বশুড়বাড়িতে গেলে শ্বশুড়বাড়ির লোকজন তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ভিকটিমের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় যশোর হাসপাতালে ভর্তি করে।
এব্যাপারে যশোর র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট এম নাজিউর রহমান জানান, তারা জানতে পারেন বাঘারপাড়া উপজেলার মাথাভাঙ্গা দাইতলা গ্রামের আমজাদ আলীর ছেলে রায়হানকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টা করে শ্বশুড়বাড়ির লোকজন। ঘটনার পরপরই র‌্যাব ৬ অভিযান চালিয়ে দুই আসামি সবুজ হোসেন ও রুপালী বেগমকে আটক করে। পরে  তাদের বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
বার্তাকণ্ঠ/এন
জনপ্রিয়

হামলা হলে সর্বস্ব দিয়ে পাল্টা হামলা চালানোর হুমকি ইরানের

যশোরে জামাইকে পুড়িয়ে হত্যার চেষ্টা, শাশুড়িসহ আটক ২

প্রকাশের সময় : ১০:৩১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
যশোরের বাঘারপাড়ায় শ্বশুরবাড়িতে জামাই রায়হান হোসেনকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় প্রধান দুই আসামিকে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা।
আটক দুই আসামি যশোরের বাঘারপাড়া উপজেলার জামালপুর গ্রামের জহির উদ্দিন সরদারের ছেলে সবুজ হোসেন ও মিরপুর গ্রামের মোতালেব মোল্লার মেয়ে রুপালী বেগম, তারা সম্পর্কে ভিকটিমের ভায়রা ভাই ও শাশুড়ি।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ভিকটিমের সঙ্গে তার শ্বশুড়বাড়ির লোকজনের বিরোধ চলে আসছিল। গত ৩০ অক্টোবর ভিকটিম রায়হানকে তার স্ত্রী ফোন করে শ্বশুড়বাড়িতে যেতে বলে। সেদিনই রাত সাড়ে সাতটার দিকে শ্বশুড়বাড়িতে গেলে শ্বশুড়বাড়ির লোকজন তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ভিকটিমের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় যশোর হাসপাতালে ভর্তি করে।
এব্যাপারে যশোর র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট এম নাজিউর রহমান জানান, তারা জানতে পারেন বাঘারপাড়া উপজেলার মাথাভাঙ্গা দাইতলা গ্রামের আমজাদ আলীর ছেলে রায়হানকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টা করে শ্বশুড়বাড়ির লোকজন। ঘটনার পরপরই র‌্যাব ৬ অভিযান চালিয়ে দুই আসামি সবুজ হোসেন ও রুপালী বেগমকে আটক করে। পরে  তাদের বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
বার্তাকণ্ঠ/এন