
বাগেরহাটের ফকিরহাট উপজেলা সদরের ডাকবাংলা মোড়ে বাগেরহাট সড়ক বিভাগের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
বুধবার (২ নভেম্বর) সকাল ১০ টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। যার মধ্যে বেশ কয়েকটি বহুতল ভবন ও রয়েছে। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন সড়ক ও জনপথ বিভাগের খুলনা জোনের স্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায় এবং ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন। উচ্ছেদ অভিযানটি ফকিরহাট উপজেলা সদরের ডাক বাংলো মোড় থেকে শুরু হয়ে কাঠালতলা বেইলীব্রীজ মোড় পর্যন্ত। উচ্ছেদকৃত ভবনের মালিকদের দাবী তারা দীর্ঘ বছর এখানে বসবাস করছেন।কেউ কেউ রেলওয়ের কাছ থেকে ইজারা নিয়ে দোকান বানিয়ে ব্যবসা চালিয়ে আসছেন। তবে সড়ক বিভাগের বক্তব্য দুইমাস আগে অবৈধ দখলদারদেরকে চুড়ান্ত নোটিশ দেয়া হয়েছে।মাইকিং করা হয়েছে।পত্রিকার বিজ্ঞাপন দেয়া হয়েছে।আজকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।এটা চলমান থাকবে।
বার্তাকণ্ঠ/এন
সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি 






































