
যশোরের শার্শায় মনির হোসেন (৩২ ) নামে এক ভ্যানচালকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে উপজেলার বেড়ি নারায়নপুর গ্রামের ইসমাইল হোসেনের আমবাগান থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত মনির হোসেন বেড়ি নারায়নপুর গ্রামের মৃত- কাশেম আলীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক।
স্থানীয়রা জানান, মনির হোসেনের সাথে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক ঝগড়া চলছিলো। ধারনা করা হচ্ছে গভীর রাতে কোন এক সময় তাকে পিটিয়ে হত্যা করে লাশ গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
শার্শা থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) এস এম আকিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে একটি আম বাগান থেকে নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে এটি হত্যা। এ ঘটনায় শার্শা থানায় মামলা প্রক্রিয়াধীন।
বার্তাকণ্ঠ/এন
মাহবুব আলম, স্টাফ রিপোর্টার 







































