
জেলহত্যা দিবস উপলক্ষ্যে ক্যাম্পাসের “মৃত্যুঞ্জয়ী মুজিব” ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। এছাড়া দিবসটি উপলক্ষ্যে কালো ব্যাজ ধারণ, শোকর্যালি এবং নিহত জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতের আয়োজন করে সংগঠনটি।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের নেতৃত্বে দলীয় টেন্ট থেকে শোকর্যালি বের করা হয়। এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা বুকে কালো ব্যাজ ধারণ করে র্যালিতে অংশ নেন। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় চার নেতার স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে সংগঠনটির নেতাকর্মীরা।
এসময় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময় সাহা টনি, কামরুল হাসান অনিক, মৃদুল হাসান রাব্বি, নাইমুর রহমান জয়, বনি আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখ ছাত্রলীগ নেতা বিপুল হুসাইন খান, শাহীন আলম, শাহজালাল সোহাগসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, জেল হত্যা দিবস বাঙালীদের জীবনে একটা বেদনা-বিধুর দিন। এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছায়াসঙ্গী জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। তাদেরকে শ্রদ্ধার সাথে স্বরণ করছি এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।
বার্তাকণ্ঠ/এন
মোর্শেদ মামুন, ইবি প্রতিনিধি 







































