
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পালিত হয়েছে প্রথমবারের মত সংবিধান দিবস। এ উপলক্ষে আজ শুক্রবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার ।
সভায় নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান বলেন, আন্তর্জাতিকভাবে গর্ব করার মত আমাদের অর্জন হল সংবিধান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনন্য নেতৃত্বের কারণ অতি অল্প সময়ে আমরা একটি সংবিধান পেয়েছি। যেখানে সকল নাগরিকের অধিকারের কথা বলা হয়েছে।
সভায় বক্তব্য রাখেন- সহকারী কমিশনার( ভূমি) আতাউর রাব্বি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, সমবায় কর্মকর্তা আব্দুল জলিল,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর কবির আলমাস, বকশীগঞ্জ সিনিয়র সাংবাদিক শাহীন আল আমিন ও মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই।
বার্তাকণ্ঠ/এন
আল মুজাহিদ বাবু বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 







































