শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন!

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন।

শুক্রবার (৪ নভেম্বর) রাত ১০টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের উত্তর কুসুমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আব্বাস দেওয়ান (৩৯) ও নিহত ছোট ভাই রাসেল দেওয়ান (৩৫) উপজেলার উত্তর কুসুমপুর গ্রামের আজিজ দেওয়ানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উত্তর কুসুমপুর গ্রামের আজিজ দেওয়ানের দুই ছেলে মধ্যে টাকাপয়সা লেনদেন নিয়ে বিরোধ চলছিল। সেই বিরাধের জেরে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তার বড় ছেলে, ছোট ছেলে রাসেলকে লাঠি দিয়ে আঘাত করে। এতে তিনি  মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার অবস্থার অবনতি হলে স্বজনরা উপজেলার ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই ভাইয়ের মধ্যে টাকা-পয়সার লেনদেন নিয়ে বিরোধ ছিল বলে জানতে পেরেছি। তারই জের ধরে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই রাসেল খুন হয়। এঘটনায় আব্বাসকে আটক করেছে পুলিশ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

বার্তাকণ্ঠ /এন

জনপ্রিয়

মানুষ মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে, কেন এমন মন্তব্য করলেন মিমি??

মুন্সীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন!

প্রকাশের সময় : ১১:৩৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন।

শুক্রবার (৪ নভেম্বর) রাত ১০টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের উত্তর কুসুমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আব্বাস দেওয়ান (৩৯) ও নিহত ছোট ভাই রাসেল দেওয়ান (৩৫) উপজেলার উত্তর কুসুমপুর গ্রামের আজিজ দেওয়ানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উত্তর কুসুমপুর গ্রামের আজিজ দেওয়ানের দুই ছেলে মধ্যে টাকাপয়সা লেনদেন নিয়ে বিরোধ চলছিল। সেই বিরাধের জেরে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তার বড় ছেলে, ছোট ছেলে রাসেলকে লাঠি দিয়ে আঘাত করে। এতে তিনি  মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার অবস্থার অবনতি হলে স্বজনরা উপজেলার ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই ভাইয়ের মধ্যে টাকা-পয়সার লেনদেন নিয়ে বিরোধ ছিল বলে জানতে পেরেছি। তারই জের ধরে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই রাসেল খুন হয়। এঘটনায় আব্বাসকে আটক করেছে পুলিশ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

বার্তাকণ্ঠ /এন