
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের ২১০ নম্বর কক্ষে এর আয়োজন করে বিভাগটি।
ট্র্যান্সকালচারাল ডিলেমা এ্যান্ড আইডেনটিটি ক্রাইসিস ইন দ্য রাইটিংস অব ঝুম্পা লাহিড়ী: এ্যা ক্রিটিক্যাল অ্যানালাইসিস’ শিরোনামে সেমিনারে দুইটি পৃথক প্রবন্ধ উপস্থাপন করেন ২০১৪-১৫ শিক্ষাবর্ষের পিএইচডি গবেষক মো. মুস্তাফিজুর রহমান। বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের তত্ত্বাবধানে তিনি এ গবেষণা করেন।
বিভাগটির সভাপতি অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। প্রধান আলোচক হিসেবে বিভাগের অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ ও আলোচক হিসেবে বিভাগটির অন্য শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক প্রকাশ চন্দ্র বিশ্বাস।
বার্তাকণ্ঠ/এন
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 







































