
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষকেরা বলতে গেলে বিনা খরচে আবাদ হওয়া বোনা আমন ধান কাটছেন। কৃষকেরা মাঠ থেকে এ ধান কেটে বাড়ীর উঠোন আঙ্গিনায় নিচ্ছেন। বিঘা প্রতি সাত থেকে আট মণ হারে ফলন মিলছে বলে জানা গেছে ।
বিভিন্ন এলাকার কৃষকেরা জানান বোরো ( ইরি ) ধান কাটার পর জমিতে আমন ধান বীজ ছিটিয়ে দেওয়া হয় । এরপর বন্যার পানিতে এ ধান বেড়ে উঠে। কৃষকেরা বলেন আমন ধান আবাদে জমিতে নিড়ানি দেওয়ার দরকার হয় না। আর রাসায়নিক সার না দিলেও চলে।
আজ শনিবার (৫ নভেম্বর) সদর উল্লাপাড়া ইউনিয়নের নাগরৌহা মাঠে কৃষক আঃ মজিদসহ আরো কজন কৃষককে আবাদ করা আমন ধান কেটে বাড়ীতে বয়ে নিতে দেখা গেছে।
কৃষক আঃ মজিদ বলেন আমন ধান আবাদে বীজ কিনেছিলেন । এছাড়া আর খরচ হয়নি। এখন কাটতে মজুরী বাবদ টাকা খরচ হচ্ছে।
বার্তাকণ্ঠ/এন
সাহারুল হক সাচ্চু, উল্লাপাড়া ( সিরাজগঞ্জ ) 







































