
মোংলায় শোভাযাত্রা, আলোচনাসভার মধ্য দিয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। মোংলা উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে এ দিবস পালন করা হয়।
শনিবার (৫ নভেম্বর) সকালে “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্য নিয়ে মোংলা উপজেলা চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের সূচনা করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদার।পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদার’র সভাপতিত্বে অফিসার্স ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার,মহিলা ভাইস-চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান,উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জুবাইর হোসেন,বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তাকণ্ঠ/এন
মারুফ বাবু, মোংলা (বাগেরহাট) 






































