
যশোরের ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের সন্তোষনগর-আঙ্গার পাড়া সড়কের হাইস্কুল ভায়া এএম নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৮২০ মিটার পাকা রাস্তা উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) বিকেলে রাস্তাটি উদ্বোধন করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবঃ অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন- ঝিকরগাছা পৌরসভার মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিশেষায়ক সম্পাদক এডঃ আব্দুল কাদের আজাদ, সাবেক উপজেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ নাজিমুল হাবিব শিপার, যশোর জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আযাহার আলী, ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা আওয়ামী যুবলীগ নেতা আবু জাফর মনি, ৫ নং পৌর ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবলীগ নেতা একরামুল হক খোকন, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজ্জাদুল আলম রনি সরদার, মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও গঙ্গানন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান আমিন প্রমুখ।
রাস্তার কাজে ব্যয় ৮২ লাখ ৩৩ হাজার ৯২৩ টাকা।
বার্তাকণ্ঠ/এন
ঝিকরগাছা প্রতিনিধি 







































