রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোর বোর্ডে কমেছে ২৭ হাজার ৪৫৪ এইচএসসি পরীক্ষার্থী

  • শহিদ জয়, যশোর
  • প্রকাশের সময় : ১০:০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • ১১৪

ছবি-সংগৃহীত

যশোর শিক্ষাবোর্ড থেকে চলতি এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করছেন সর্বমোট ১ লাখ ৭০৯ জন পরীক্ষার্থী। গত বছরের তুলনায় চলতি বছর ২৭ হাজার ৪৫৪ জন পরীক্ষার্থী কম হয়েছে বলে যশোর শিক্ষা বোর্ড জানায়। গত বছর যশোর বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২৮ হাজার ১৬৭ জন পরীক্ষার্থী।

বোর্ডের পরীক্ষা বিভাগ থেকে পাওয়া তথ্যানুযায়ী, এ বছর খুলনা জেলার ১৯ হাজার ৯৭৩ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তাদের মধ্যে ছেলে ১০ হাজার ৫৯২ ও মেয়ে ৯ হাজার ৩৮১ জন। বাগেরহাটের ৭ হাজার ৪৮ জনের মধ্যে ছেলে ৩ হাজার ৩১৬ ও মেয়ে ৩ হাজার ৭৩২ জন। সাতক্ষীরার ১১ হাজার ৯১৫ জনের মধ্যে ছেলে ৬ হাজার ৪৮৮ ও মেয়ে ৫ হাজার ৪২৭ জন।

কুষ্টিয়ার ১১ হাজার ৪৬৫ জনের মধ্যে ছেলে ৫ হাজার ৩১৪ ও মেয়ে ৬ হাজার ১৫১ জন। চুয়াডাঙ্গার ৫ হাজার ৮৯৫ জনের মধ্যে ছেলে ২ হাজার ৮৯১ ও মেয়ে ৩ হাজার। মেহেরপুরের ৩ হাজার ৪৩০ জনের মধ্যে ছেলে ১ হাজার ৬৫৩ ও মেয়ে ১ হাজার ৭৭৭ জন। যশোরের ১৮ হাজার ৫৭২ জনের মধ্যে ছেলে ৯ হাজার ৭৪৮ ও মেয়ে ৮ হাজার ৮২৪ জন। ঝিনাইদহের ১২ হাজার ৯৪ জনের মধ্যে ছেলে ৬ হাজার ৩৭৩ ও মেয়ে ৫ হাজার ৭২১ জন।

মাগুরার ৫ হাজার ৫০৯ জনের মধ্যে ছেলে ২ হাজার ৭১০ ও মেয়ে ২ হাজার ২৯৯ জন। নড়াইলের ৪ হাজার ৮০৮ জনের মধ্যে ছেলে ২ হাজার ৩২৩ ও মেয়ে ২ হাজার ৪৮৫ জন। চলতি বছর ২২৮ টি কেন্দ্রে পরীক্ষা হবে দুই ঘণ্টার। আইসিটি বিষয়ের পরীক্ষা গ্রহণ করা হবে না। বাদ বাকি সব বিষয়ে পরীক্ষা গ্রহণ করবে আন্তবোর্ড। গত বছর মাত্র তিনটি বিষয়ে পরীক্ষা হয়। করোনা মহামারির কারণে শিক্ষামন্ত্রণালয় এই সিদ্ধান্ত নেয়। ৫০ নম্বরের পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত আন্তবোর্ডের। বাকি ৫০ নম্বর দেয়া হবে ম্যাপিং পদ্ধতিতে।

যশোর বোর্ডের আওতায় সকল কলেজে তাদের পরীক্ষার্থীদের জন্য অনলাইন থেকে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করেছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, পরীক্ষার সকল কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও নকল এড়াতে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। গত বছর তিনটি বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হয়। এ কারণে অধিকাংশ পরীক্ষার্থী পাস করে। ফলে এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কমে গেছে।

জনপ্রিয়

সুন্দরবনে বনদস্যুদের তান্ডবে শুঁটকি মাছ আহরণে সংকটে জেলেরা

যশোর বোর্ডে কমেছে ২৭ হাজার ৪৫৪ এইচএসসি পরীক্ষার্থী

প্রকাশের সময় : ১০:০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২

যশোর শিক্ষাবোর্ড থেকে চলতি এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করছেন সর্বমোট ১ লাখ ৭০৯ জন পরীক্ষার্থী। গত বছরের তুলনায় চলতি বছর ২৭ হাজার ৪৫৪ জন পরীক্ষার্থী কম হয়েছে বলে যশোর শিক্ষা বোর্ড জানায়। গত বছর যশোর বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২৮ হাজার ১৬৭ জন পরীক্ষার্থী।

বোর্ডের পরীক্ষা বিভাগ থেকে পাওয়া তথ্যানুযায়ী, এ বছর খুলনা জেলার ১৯ হাজার ৯৭৩ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তাদের মধ্যে ছেলে ১০ হাজার ৫৯২ ও মেয়ে ৯ হাজার ৩৮১ জন। বাগেরহাটের ৭ হাজার ৪৮ জনের মধ্যে ছেলে ৩ হাজার ৩১৬ ও মেয়ে ৩ হাজার ৭৩২ জন। সাতক্ষীরার ১১ হাজার ৯১৫ জনের মধ্যে ছেলে ৬ হাজার ৪৮৮ ও মেয়ে ৫ হাজার ৪২৭ জন।

কুষ্টিয়ার ১১ হাজার ৪৬৫ জনের মধ্যে ছেলে ৫ হাজার ৩১৪ ও মেয়ে ৬ হাজার ১৫১ জন। চুয়াডাঙ্গার ৫ হাজার ৮৯৫ জনের মধ্যে ছেলে ২ হাজার ৮৯১ ও মেয়ে ৩ হাজার। মেহেরপুরের ৩ হাজার ৪৩০ জনের মধ্যে ছেলে ১ হাজার ৬৫৩ ও মেয়ে ১ হাজার ৭৭৭ জন। যশোরের ১৮ হাজার ৫৭২ জনের মধ্যে ছেলে ৯ হাজার ৭৪৮ ও মেয়ে ৮ হাজার ৮২৪ জন। ঝিনাইদহের ১২ হাজার ৯৪ জনের মধ্যে ছেলে ৬ হাজার ৩৭৩ ও মেয়ে ৫ হাজার ৭২১ জন।

মাগুরার ৫ হাজার ৫০৯ জনের মধ্যে ছেলে ২ হাজার ৭১০ ও মেয়ে ২ হাজার ২৯৯ জন। নড়াইলের ৪ হাজার ৮০৮ জনের মধ্যে ছেলে ২ হাজার ৩২৩ ও মেয়ে ২ হাজার ৪৮৫ জন। চলতি বছর ২২৮ টি কেন্দ্রে পরীক্ষা হবে দুই ঘণ্টার। আইসিটি বিষয়ের পরীক্ষা গ্রহণ করা হবে না। বাদ বাকি সব বিষয়ে পরীক্ষা গ্রহণ করবে আন্তবোর্ড। গত বছর মাত্র তিনটি বিষয়ে পরীক্ষা হয়। করোনা মহামারির কারণে শিক্ষামন্ত্রণালয় এই সিদ্ধান্ত নেয়। ৫০ নম্বরের পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত আন্তবোর্ডের। বাকি ৫০ নম্বর দেয়া হবে ম্যাপিং পদ্ধতিতে।

যশোর বোর্ডের আওতায় সকল কলেজে তাদের পরীক্ষার্থীদের জন্য অনলাইন থেকে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করেছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, পরীক্ষার সকল কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও নকল এড়াতে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। গত বছর তিনটি বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হয়। এ কারণে অধিকাংশ পরীক্ষার্থী পাস করে। ফলে এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কমে গেছে।