
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে । নির্বাচন আয়োজন করার দায়িত্ব নির্বাচন কমিশনারের। নির্বাচন ছাড়া অন্য কোন পথে ক্ষমতা হস্তান্তর সম্ভব নয়।
নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নই ওঠে না । যারা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা বলছেন তারা পাগলের প্রলাপ বকছেন। তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না।
তিনি আজ শনিবার (৫ নভেম্বর) দুপুরে কামরাঙ্গীরচরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। কামরাঙ্গীরচর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আবুল হোসেন সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামরাঙ্গীরচরে জামিয়া নুরিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মরহুম হাফেজী হুজুরের ছেলে মাওলানা ক্বারী আতাউল্লাহ ইবনে হাফেজি । বক্তব্য রাখেন ঢাকা সিটি কর্পোরেশনের ৫৫ নম্বর ওয়ার্ড কমিশনার মোঃ নূরে আলম চৌধুরী ৫৬ নম্বর ওয়ার্ড কমিশনার মোঃ হোসেন সহ স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সাতটি প্রাথমিক বিদ্যালয় চারটি উচ্চ বিদ্যালয় একটি কলেজ ও ১৪টি মাদ্রাসায় সরকারি অনুদানের ৬০ লক্ষ টাকা প্রদান করা হয়।
বার্তাকণ্ঠ/এন
ব্যুরো চীফ, ঢাকা 







































